۸ اردیبهشت ۱۴۰۳ |۱۸ شوال ۱۴۴۵ | Apr 27, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে কবিতা আবৃত্তি করলে বা অন্যকে তাঁর শোকে ক্রন্দন করানোর ফলে জান্নাত ওয়াজিব হয়ে যায়।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ الصَّادِقُ : مٰا مِنْ اَحَدٍ قَالَ فِیْ الْحسین شِعْراً فَبَکَی وَاَبْکٰی بِهِ اِلَّا اَوْجَبَ اللّٰهُ لَهُ الْجَنَّة وَغَفَرَ لَهُ

ইমাম জাফর সাদিক্ব বলেছেন : "যে ব্যক্তি ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে কবিতা আবৃত্তি করে এবং তা থেকে নিজে ক্রন্দন করে এবং অন্যদেরও ক্রন্দন করাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামীন এমন ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব করে দেবেন এবং তাকে ক্ষমাও করে দেবেন।"

অর্থাৎ ইমাম হোসায়েন (আঃ)-এর শোকে কবিতা আবৃত্তি করলে বা অন্যকে তাঁর শোকে ক্রন্দন করানোর ফলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ফলস্বরুপ মানুষের সকল পাপ ক্ষমা করা হয় এটা স্মরণ রাখা উচিত।

تبصرہ ارسال

You are replying to: .